হিজামা কি?
![]() |
হিজামা হচ্ছে একটা চিকিৎসা ব্যবস্থা। আমাদের প্রচলিত এলোপ্যাথি কিংবা হোমিওপ্যাথির মত এটা না। এটা একটু অন্যধরণের চিকিৎসা ব্যবস্থা। হিজামা (حِجَامَة) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ আল-হাজম থেকে এসেছে, যার অর্থ চোষা বা টেনে নেওয়া।
এটি একটি ছোট আকারের সার্জিকাল চিকিৎসা;যেখানে নেগেটিভ সাকশনের মাধ্যমে শরীর থেকে রোগ তৈরী করে- এমন সব জিনিস (Toxin)এবং রোগের কারণে তৈরী হওয়া জিনিসগুলো শুষে বের করে আনা হয়। অর্থাৎ, এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব-রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।
স্বাভাবিকভাবে মানুষের শরীরের ভিতরে কিছু অপ্রয়োজনীয় দূষিত পদার্থ (তরল) তৈরী হয়। সেটা বাহির থেকে দেয়া খাবারের মাধ্যমেও হতে পারে আবার ভিতরে বিভিন্ন অবস্থার কারণে তৈরী হয়ে থাকতে পারে। এই দূষিত পদার্থকে নেগেটিভ প্রেশার এর মাধ্যমে টেনে বা চুষে বের করাকে হিজামা বলে।
এই দূষিত পদার্থ (তরল) গুলি মানব দেহের excretory সিস্টেমে প্রধানত কিডনির মাধ্যমে বের হয়ে থাকে, সাধারণত এই দূষিত পদার্থ সমূহ মল, মূত্র, ঘাম ও শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে বের হয়ে যায়। excretory system বলতে বোঝায় নিয়মতান্ত্রিকভাবে শরীরের বর্জ্যকে বিভিন্নভাবে ড্রেইন করে দেয়া। এরপরেও কিছু দূষিত রক্ত থেকে যায় বা থেকে যেতে পারে, যা বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়।

হিজামা চিকিৎসা নিন ।
ReplyDelete